Logo
×

Follow Us

বাংলাদেশ

নাটোরে ট্রেনে ঝাঁপ দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ১৯:২৮

নাটোরে ট্রেনে ঝাঁপ দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

নাটোরের নলডাঙ্গারহাট স্টেশনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক দুবাই প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননী লিলি বেগম আত্মহত্যা করেছেন। এ ঘটনায় সান্তাহার জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। লিলি বেগমের স্বামী দুবাই প্রবাসী সিদ্দিকুর রহমানের বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের অর্জুনপাড়া গ্রামে।

নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম বলেন, দুবাই প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী দুই সন্তানের জননী লিলি বেগম শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শনিবার দুপুরে নলডাঙ্গা স্টেশন প্লাটফর্মে এসে ঘোরাফেরা করতে থাকেন। 

পরে দুপুর দেড়টার দিকে রুপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে সান্তাহার জিআরপি পুলিশ লিলি বেগমের মরদেহ উদ্ধার করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫