Logo
×

Follow Us

বাংলাদেশ

বদরগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২০, ১৩:৫৮

বদরগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

রংপুরের বদরগঞ্জে ধানক্ষেত থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।  

রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের রামকৃষ্ণপুর ফাটকেরডাঙ্গা এলাকা থেকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নেয়। মরদেহটির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

পুলিশ জানায়, সকালের ১০ টার দিকে স্থানীয় পথচারীরা সড়কের পাশে ধানক্ষেতে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিকে জনায়। ঘটনাস্থল গিয়ে পুলিশ ধানক্ষেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। ওই বদরগঞ্জ চন্ডিপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। তার নাক থেকে রক্ত ঝরার দাগ ছিলো। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যার করে লাশটি  ফেলে গেছে। লাশটি ময়না তদন্তের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, তাকে হত্যা করে ছোট কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এ ব্যাপারে বদরগঞ্জ থানায় একটি  হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫