সিনহা হত্যা
জেলগেটে ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৯

ফাইল ছবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেফতার কক্সবাজারের টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা কারাগারে পৌঁছান।
কক্সবাজার কারাগারের তত্ত্বাবধায় মো. মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মেজর সিনহা নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল কারা ফটকে আসেন। এরপর তারা ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
এর আগে ওসি প্রদীপকে চার দফায় ১৫ দিনের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কারাগারে পাঠানো হয়।
এদিকে এ হত্যা মামলার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি প্রতিবেদন জমা দিতে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় পেয়েছে বলে গত সোমবার রাতে জানান এ কমিটির প্রধান মোহাম্মদ মিজানুর রহমান।
এর আগে সময় বাড়ানোর পরও রিমান্ডে থাকা সিনহা হত্যা মামলার আসামি প্রদীপের সাথে কথা বলতে পারেনি এই তদন্ত কমিটি।
এর আগে ওসি প্রদীপকে সিনহা হত্যার তদন্ত সংস্থা র্যাব বিভিন্ন সময় ধারাবাহিকভাবে ১৫ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের কারণে ওসি প্রদীপের সাক্ষাৎ পাননি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত এই তদন্ত কমিটি। ফলে তদন্ত প্রতিবেদন জমা দিতে বারবার সময় পিছিয়েছে। সর্বশেষ ৩১ আগস্ট তৃতীয়বারের মতো সময়ের আবেদন করে তদন্ত কমিটি।