Logo
×

Follow Us

বাংলাদেশ

পতেঙ্গায় কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত ৩

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫০

পতেঙ্গায় কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত ৩

চট্টগ্রামের পতেঙ্গায় একটি কন্টেইনার ডিপোতে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে অন্তত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। 

পতেঙ্গার ইনকনট্রেড নামের একটি বেসরকারি কন্টেইনার  ডিপোতে আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিপোর একটি গাড়ির গ্যারেজে ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছিল। সে সময় সেখানে বিস্ফোরণে ঘটলে তিনজনের মৃত্যু হয়।

তবে কী কারণে সেখানে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায়নি। নিহতদের নামও পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫