বাগেরহাটে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষক নিহত

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৯

বাগেরহাটের মোরেলগঞ্জে খালে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ইদ্রিস হাওলাদার (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শেখ পাড়া থেকে নৌকায় করে ধানের চারা নিয়ে নিজ গ্রাম বহরবুনিয়া যাওয়ার পথে একটি খালে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে তিনি নৌকা থেকে ছিটকে খালে পড়ে যান। বৃহস্পতিবার সকালে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস খাল থেকে ইদ্রিসের মৃতদেহ উদ্ধার করে।
ঘটনার সময় ইদ্রিসের সাথে থাকা বহরবুনিয়া গ্রামের মজিদ হাওলাদার বলেন, খালের মধ্যে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে নৌকা থেকে খালে পড়ে যায় ইদ্রিস। পরে আমরা খোঁজাখুঁজি করে ইদ্রিসকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেই।
নিহত ইদ্রিসের ছেলে কাওছার হাওলাদার বলেন, বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় খালের মধ্যে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে আমার বাবা মারা গেছেন।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মোরেলগঞ্জ জোনাল ম্যানেজার দিলিপ কুমার বাইন বলেন, আমরা দুর্ঘটনার কথা শুনে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।