Logo
×

Follow Us

বাংলাদেশ

চট্টগ্রামের মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Icon

নেত্রোকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৫

চট্টগ্রামের মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের উপর হামলার  প্রতিবাদে মানববন্ধন করেছেন নেত্রকোনার মদন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় মদন উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা মুক্তিযোদ্ধাদের উপর হামলা ও মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করার অপরাধে এমপিকে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা।

বক্তারা আরো বলেন, এমপি মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের উপর হামলা-মামলা এবং নির্যাতন চালিয়ে আসছেন। প্রকাশ্য দিবালোকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এমপির নির্দেশে মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সন্তানদের উপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। অবিলম্বে মোস্তাফিজুর রহমানকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করে সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি প্রদানের জোর দাবি জানানো হয় মানববন্ধনে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫