Logo
×

Follow Us

বাংলাদেশ

পাবনায় যৌন উত্তেজক ওষুধ জব্দ, ১০ লাখ টাকা জরিমানা

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৯

পাবনায় যৌন উত্তেজক ওষুধ জব্দ, ১০ লাখ টাকা জরিমানা

ছবি: পাবনা প্রতিনিধি

পাবনায় অভিযান চালিয়ে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ, কেমিক্যাল ও মানবদেহের জন্য ক্ষতিকারক এসএস পাউডার জব্দ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুরে এমএস ল্যাবরেটরিজ ইউনানী ও এমএস ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অভিযান চালানো হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআাই) তথ্যের ভিত্তিতে পাবনা জেলা প্রশাসনের যৌথ্য অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান। 

এসময় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উপাদণ ও বাজারজাত করায় ঔষধ প্রশাসন আইন অনুযায়ী কারখানার স্বত্বাধিকারী মাহবুব আলমকে নগদ ১০ লাখ টাকা জরিমানা ও তা আদায় করা হয়। সেই সাথে প্রায় ৫০/৬০ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদফতর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালাক সুকর্ণ আহমেদ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক শফিক আল কামাল ও গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাইসহ পুলিশ সদস্যরা। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫