পাওয়ার গ্রিডে আগুন, ময়মনসিংহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৮
ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডে আগুন লাগার ঘটনায় পুরো বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ময়মনসিংহ জেলা ফায়ারসার্ভিসের উপ-পরিচালক পানাত শাহ বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছয়টি ইউনিট ঘণ্টাখানেক কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, মার্সেলিংবোর্ড অভারহিট হয়ে আগুন লেগেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।
ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বলেন, কেওয়াটখালী পাওয়ার গ্রিডে আগুন লাগার ঘটনায় পুরো বিভাগে বিদ্যুৎ সর্বরাহ বন্ধ আছে। কবে নাগাদ বিদ্যুৎ সর্বরাহ করা যায়, এই মুর্হুতে ঠিক বলা যাচ্ছে না। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে বা কি কারণে আগুন লেগেছে, তার তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। পরে বিস্তারিত বলা যাবে।