
রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মায় গোসল করতে গিয়ে নদীতে ডুবে রিমন হোসেন (৭) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার সরেরহাট পদ্মার খেয়াঘাট এলাকার নদীতে গোসল করতে গিয়ে পদ্মায় ডুবে নিখোঁজ হয়।
নিখোঁজ রিমন সরেরহাট গ্রামে দুলাভাই মাহাবুব আলমের বাসায় বেড়াতে গিয়ে মামাতো বোন মাসুদার সাথে গোসল করতে গিয়েছিল। এসময় মাসুদা বেঁচে গেলেও নিখোঁজ হয় রিমন। তার বাড়ি বাঘা পৌর সভার গাওপাড়া গ্রামে। তার পিতার নাম কালাম হোসেন। শিশুটির নিখোঁজের খবরে পদ্মাপাড়ে জড়ো হয় হাজারো মানুষ।
স্থানীয় গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি) জানান, খবর পেয়ে বাঘা ফায়ার সার্ভিসের টিম ওই শিশুকে উদ্ধারের জন্য চেষ্টা চালায়।
এছাড়াও রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়ার পরে তারাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাতে থাকে। এ বিষয়ে ফায়ারম্যান আতিকুর রহমান জানান, নদীতে স্রোতের কারণে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সন্ধান মেলাতে পারেননি।