Logo
×

Follow Us

বাংলাদেশ

সাবেক ওসি প্রদীপকে চট্টগ্রামে নেয়া হয়েছে

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ১৮:০০

সাবেক ওসি প্রদীপকে চট্টগ্রামে নেয়া হয়েছে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মােহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি কক্সবাজারের টেকনাফ থাকার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আদালতে হাজির করার জন্য শনিবার (১২ সেপ্টেম্বর) তাকে কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রামে নেয়া হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার কামাল হােসেন বলেন, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে প্রদীপ কুমার কারাগারে পৌঁছেন। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযােগে দুদকের দায়ের করা মামলায় আগামী ১৪ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করা হবে।

ডেপুটি জেলার মাজহারুল ইসলাম বলেন, প্রদীপ কুমার সাধারণ হাজতির মতাে সুযােগ- সুবিধা পাবেন। তাকে ডিভিশন দেয়া হবে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫