Logo
×

Follow Us

বাংলাদেশ

স্টিল কারখানার দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৮

স্টিল কারখানার দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে স্টিল কারখানায় উত্তপ্ত তরল লোহা ছিটকে দগ্ধ শ্রমিকদের মধ্যে রিপন চন্দ্র মোহন্ত (৩০) নামে আরো একজন মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হলো।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে ওই শ্রমিক মারা যান বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থশংকর পাল।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, প্রায় ৫০ শতাংশ বার্ন নিয়ে রিপন মারা যান। আইসিইউতে থাকা বাকি দুইজন- মোজাম্মেল হক (২২), নিলয় চন্দ্র বর্মণের (২৪) অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে শনিবার সকালে দুলাল শেখ (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। দগ্ধ পাঁচজনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদ হোসেন জানান, গত শুক্রবার ভোরে টঙ্গীর মিলগেট এলাকার এসএস স্টিল লিমিটেড কারখানায় উত্তপ্ত তরল লোহা গলানোর সময় স্ফুলিঙ্গ ছিটকে দুলাল, রিপন, মোজাম্মেল, নিলয় ও আজহারুল নামে পাঁচ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং পরে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এদিকে এই কারখানার মালিকপক্ষের অবহেলার অভিযোগ করেছেন দগ্ধ রোগীদের স্বজনরা। স্টিল কারখানায় এরকম ফার্নেসে লোহা গলানো হয়। সেখানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন শ্রমিকরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫