Logo
×

Follow Us

বাংলাদেশ

হাটহাজারী মাদ্রাসায় আহমেদ শফীর মরদেহ

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৫০

হাটহাজারী মাদ্রাসায় আহমেদ শফীর মরদেহ

ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ চট্টগ্রামের হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় এসে পৌঁছেছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স র‌্যাবের পাহারায় হাটহাজারী মাদ্রাসায় নিয়ে আসা হয়।

মাদ্রাসার শূরা কমিটির সদস্য নোমান ফয়জী এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল পৌনে ৯টার দিকে আহমদ শফীর মরদেহ হাটহাজারী মাদ্রাসায় নিয়ে আসা হয়েছে। কবর খোড়ার প্রস্তুতিও শেষ। বাদ জোহর মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মাদ্রাসার কবরস্থানে লাশ দাফন করা হবে।

এদিকে আহমেদ শফীর মরদের মাদ্রাসায় নিয়ে এলে তার ভক্ত-অনুসারীরা অ্যাম্বুলেন্স ধরে কান্নায় ভেঙে পড়েন। অ্যাম্বুলেন্সটি মাদ্রাসার ভেতরের মাঠে নিয়ে রাখা হয়েছে আল্লামা শফীর ভক্ত-অনুসারীদের দেখার সুবিধার্থে। চট্টগ্রামে ‘বড় হুজুর’ নামে পরিচিত আহমদ শফীকে শেষবারের মতো দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে চট্টগ্রামে আসছেন তার অনুসারীরা।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত তিনটার দিকে ঢাকা থেকে আল্লামা শফীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আসগর আলী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শতবর্ষী আলেম আল্লামা শফী। 

যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। পুলিশ, র‌্যাবের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের। জেলা প্রশাসনের পক্ষ থেকে হাটহাজারী, রাঙ্গুনিয়া ও পটিয়া উপজেলায় নিয়োগ দেওয়া হয়েছে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫