Logo
×

Follow Us

বাংলাদেশ

সবুজপাতা সফটওয়্যার উদ্বোধন করলেন রেলমন্ত্রী

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৭

সবুজপাতা সফটওয়্যার উদ্বোধন করলেন রেলমন্ত্রী

সামাজিক বেষ্টনীর সকল সুবিধা ভোগীদের সুষম বণ্টন ও সুষ্ঠু সমন্বয়ের ডিজিটালাইজেশনের মাধ্যমে অতি দ্রুত সেবা পৌঁছানো ও দুর্নীতি রোধে ডাটাবেজ তৈরীর লক্ষ্যে সবুজপাতা সফটওয়্যার ও মোবাইল অ্যাপসের উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে সবুজপাতা সফটওয়্যার এবং অ্যাপসের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী।

সবুজপাতা অ্যাপসের উদ্যোক্তা হলেন রেলপথ মন্ত্রীর ছেলে ব্যারিস্টার মো. কৌশিক নাহিয়ান।

কৌশিক নাহিয়ান জানান, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে তা ত্বরান্বিত করতে ব্যক্তি পর্যায়ে 'সবুজপাতা' একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আমি আশাবাদী এর মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচি, বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্ত, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, ভিজিডি, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ, মানবিক সহায়তা প্রকল্প কার্যক্রম পরিচালনা ও সেবা প্রদান পূর্বের থেকে আরো সহজ হবে।

তিনি বলেন, যেহেতু তথ্যগুলো ডাটাবেজে সংরক্ষিত থাকবে তাই খুব সহজেই উপকারভোগীদের যাচাই বাছাই করে সেবা প্রদান করা যাবে, এতে সেবা প্রদানে দুর্নীতিও রোধ করা সম্ভব হবে।। আপাতত বোদা-দেবীগঞ্জ এই দুই উপজেলাকে এই অ্যাপসের আওতায় আনা হবে। তবে অতি দ্রুত দেশের প্রতিটা উপজেলাকে এই অ্যাপসের আওতায় আনার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫