রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ হাতুড়ি বাহিনীর নেতা গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৩

ছবি: রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী পাংশা থানার কুড়াপাড়া এলাকা থেকে হাতুড়ি বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মিজানুর রহমান রিপনকে (৩০) জেলা গোয়েন্দা শাখা ও পাংশা মডেল থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি, তিনটি চাপাতি, রামদা, হাতুরি ও লোহার রড ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
রিপন পাংশা পৌরসভার কুড়াপাড়া গ্রামের আওয়াল হোসেনের ছেলে। তবে অন্য আসামি হাতুড়ি বাহিনীর প্রধান মনোয়ার হোসেন জনি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতুড়ি বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মিজানুর রহমান রিপনের বাড়িতে রাতে অভিযান চালানো হয়। এ সময় রিপনের বসতবাড়ি থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি, তিনটি চাপাতি, রামদা, হাতুরি, লোহার রডসহ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় হাতুরী বাহিনীর প্রধান জনিকে আটকের চেষ্টা করা হলে তিনি কৌশলে পালিয়ে যান।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোজাম্মেল বাদি হয়ে রিপন ও জনির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।