পরীক্ষায় জালিয়াতি
এমপি বুবলীর বিষয়ে রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯, ২১:৩১

সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলী।
জালিয়াতির মাধ্যমে পরীক্ষায় অংশ নেয়া সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রবিবার জরুরি বৈঠক ডেকেছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ভিসি অধ্যাপক ড. এম এ মান্নান।
সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদী মেয়র লোকমান হোসেনের স্ত্রী বুবলী আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসন নরসিংদী থেকে এমপি হয়েছেন।
বাউবির ভিসি আজ শনিবার সন্ধ্যায় বলেন, আটজন ছাত্রীকে দিয়ে নরসিংদীর বুবলীল পরীক্ষা দেয়ার কথা শোনেছি। পরীক্ষার কাগজপত্র এখনো আসেনি। এ বিষয়ে রবিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সব ডিন ও বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। এ ছাড়া নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষকেও বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তবে নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ জানান, জালিয়াতির মাধ্যমে পরীক্ষায় অংশ নেয়া সংরক্ষিত নারী আসনের এমপি বুবলীর সব পরীক্ষা বাতিল করা হয়েছে। তাকে পরীক্ষা থেকেও বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, একই সাথে জালিয়াতির বিষয়টি অনুসন্ধানে কলেজের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উচ্চশিক্ষার সার্টিফিকেট লাভের আশায় প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নেন বুবলী।
নিজে পরীক্ষা না দিয়ে পর পর আট পরীক্ষায় অংশ নেয় তার পক্ষে প্রক্সি পরীক্ষার্থীরা। বিএ পরীক্ষার শেষ পরীক্ষা দিতে গিয়ে হলে হাতেনাতে ধরা পড়েছে এশা নামে এক শিক্ষার্থী। তাই তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।
বাউবির বিএ কোর্সে এ পর্যন্ত চারটি সেমিস্টার ও ১৩টি পরীক্ষা অনুষ্ঠিত হলেও তিনি একটিতেও অংশগ্রহণ করেননি।