Logo
×

Follow Us

বাংলাদেশ

আবাসিক হোটেলের বার খোলার অনুমতি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৭

আবাসিক হোটেলের বার খোলার অনুমতি

আবাসিক হোটেলের বারগুলোতে স্বাভাবিক কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে শারীরিক দূরত্ব বজায় রেখে কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশের সব হোটেল বার, রেস্টুরেন্ট বার, ক্লাব বার বন্ধের নির্দেশনা দিয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে দীর্ঘ ছয়মাস শুধুমাত্র আবাসিক হোটেলের বারগুলো স্বাভাবিক কার্যক্রম চালানোর অনুমতি দেয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে অধিদপ্তরের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা গণমাধ্যমকে বলেন, বার খুললেও সেগুলোতে যথাযথ নিয়ম পালন করা হচ্ছে কি না তা নজরদারি করা হবে।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হামিমুর রশিদ স্বাক্ষরিত জারি করা এক আদেশে বলা হয়, কভিড প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩১ মার্চের সংখ্যক স্মারকে জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে হোটেল বার/রেস্টুরেন্ট বার/ক্লাব বারসমূহ বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছিল। এখন শুধু আবাসিক হোটেল বারসসূহের কার্যক্রম চালু করার অনুমতি দেয়া হলো।

অন্য বারগুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫