Logo
×

Follow Us

বাংলাদেশ

বাগমারায় পানিবন্দি লক্ষাধিক মানুষ

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২০, ১১:১৮

বাগমারায় পানিবন্দি লক্ষাধিক মানুষ

রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়ন বন্যার পানিতে ভাসছে। এতে পানিবন্দি হয়েছে লক্ষাধিক মানুষ। এতে অনেকেই আশ্রয় নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উঁচু জায়গাতে। উপজেলার সদরের সাথে সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে ওই সকল ইউনিয়নের।

সরেজমিনে দেখা যায়, কাচারী কোয়ালীপাড়া, সোনাডাঙ্গা, গোবিন্দপাড়া, দ্বীপপুর, বড়বিহানালী, ঝিকরা, যোগীপাড়া, গনিপুর, বাসুপাড়া শুভডাঙ্গা ইউনিয়ন গুলোর বন্যা পরিস্থিতি অবস্থা করুন। অপর দিকে ভবানীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় নতুন ভাবে বন্যার পানি ঢুকতে শুরু করেছে। রান্নার জায়গা না থাকায় অনেকেই অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন।

বন্যায় উপজেলার ১৩ টি ইউনিয়নের ৮০ থেকে ৯০ ভাগ ধান পানির নিচে ডুবে গেছে। এছাড়াও পুকুর ও বিলের চাষ করা কয়েক হাজার কোটি টাকার মাছ ভেসে গেছে। পানবরজ ও সবজি ক্ষেতের ক্ষতি নির্ধারণ করা সম্ভব হবে বলে এলাকার একাধিক কৃষক জানিয়েছেন।

বানভাসীদের অভিযোগ বন্যার পানি বাড়িতে ঢোকার পরেও  উপজেলা প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধি তাদের খোঁজখবর নেয়নি।

তবে, শিগগিরই তালিকা তৈরি করে বানভাসীদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ শুরু করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ জানান, ক্ষতির পরিমান নির্ধারনের জন্য স্ব স্ব দফতরের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে। দুই এক দিনের মধ্যেই ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা প্রনোয়ণের মাধ্যমে প্রকৃত ক্ষতিগগ্রস্তদের সরকারি ভাবে সহযোগিতা করা হবে বলে তিনি জানিয়েছেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫