
যশোর বিমানবন্দর হয়ে বেনাপোল দিয়ে ভারতে ফিরে গেছেন বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রিভা গাঙ্গুলি দাশ যশোর বিমানবন্দরে অবতরণ করলে ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মতিয়ার রহমান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
তিনি ভারত-বাংলাদেশের মধ্যে বৈধ ব্যবসা-বাণিজ্য নিয়ে কথা বলেন।
রেলকে প্রাধান্য দিয়ে ভারতের বনগাঁর কালিতলা পার্কিং এর জিম্মিদশা থেকে আমদানিকারকদের উদ্ধার করার জন্য রিভা গাঙ্গুলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মতিয়ার রহমান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন খুলনার সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়নাসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
বেনাপোল চেকপোস্টে কাস্টমসের ডেপুটি কমিশনার শামীমুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলোক কুমার মণ্ডলসহ দুই দেশের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে বিদায় জানান।