Logo
×

Follow Us

বাংলাদেশ

বেনাপোলে ২০টি হাতবোমা উদ্ধার বিজিবির

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০, ০৯:৩৮

বেনাপোলে ২০টি হাতবোমা উদ্ধার বিজিবির

যশোরের বেনাপোল বন্দরে সামনে এক বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ২০টি হাতবোমা উদ্ধার করেছে বিজিবি।

গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) বোমাগুলো উদ্ধার করা হয়।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, নাশকতার উদ্দেশ্যে আনা বেশ কিছু হাতবোমা বন্দরে সামনে গোপনে রাখা হয়েছে- এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বন্দরের সামনে রশিদের বাড়িতে অভিযান চালিয়ে টয়েলেট থেকে ২০টি হাতবোমা উদ্ধার করে।

তিনি আরো বলেন, এ ঘটনা কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাঠ পযায়ের গোয়েন্দা সংস্থাগুলো তদন্তে মাঠে নেমেছে। এ ঘটনায় মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫