বেনাপোলে ২০টি হাতবোমা উদ্ধার বিজিবির

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০, ০৯:৩৮

যশোরের বেনাপোল বন্দরে সামনে এক বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ২০টি হাতবোমা উদ্ধার করেছে বিজিবি।
গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) বোমাগুলো উদ্ধার করা হয়।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, নাশকতার উদ্দেশ্যে আনা বেশ কিছু হাতবোমা বন্দরে সামনে গোপনে রাখা হয়েছে- এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বন্দরের সামনে রশিদের বাড়িতে অভিযান চালিয়ে টয়েলেট থেকে ২০টি হাতবোমা উদ্ধার করে।
তিনি আরো বলেন, এ ঘটনা কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাঠ পযায়ের গোয়েন্দা সংস্থাগুলো তদন্তে মাঠে নেমেছে। এ ঘটনায় মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।