নুরুকে গ্রেফতারের দাবিতে ঢাবির সেই ছাত্রীর আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ২২:০৬

ঢাকাসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ধর্ষণ মামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়েছেন মামলার বাদী ঢাবির ইসলামীক স্ট্যাডিজ বিভাগের সেই ছাত্রী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, অনতিবিলম্বে ধর্ষণের সাথে জড়িত অপরাধী ও পৃষ্ঠপোষকদের গ্রেফতার করতে হবে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নিপীড়নবিরোধী অবস্থান কর্মসূচি’ লেখা ব্যানারের প্যান্ডেলে বসে তিনি এই দাবি জানান।
সেই ছাত্রী বলেন, আমি একজন ভুক্তভোগী। আমি ভিপি নুরসহ অন্য যাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি, তাদের কেউই আজ পর্যন্ত গ্রেফতার হয়নি। এমনটা চললে কিভাবে ধর্ষণ বন্ধ হবে? আমি নুরসহ অন্য সকল আসামিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। ধর্ষণকারীরা প্রভাবশালী এবং প্রযুক্তিগতভাবে দক্ষ হওয়ার কারণে পুলিশ তাদের এখনো গ্রেফতার করতে পারেনি। যতোক্ষণ না পর্যন্ত নুরসহ অন্য আসামিদের গ্রেফতার করা হচ্ছে ততোক্ষণ পর্যন্ত আমি রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করব। এসব ওই ছাত্রীর সাথে একাত্মতা প্রকাশ করে আরো কিছু শিক্ষার্থী আন্দোলনে অবস্থান নিয়েছে।
গত ২০ সেপ্টেম্বর রাতে রাজধানীর লালবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা (নং-২৮) দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী। ওই মামলায় ছয়জন এজহারনামীয়ের মধ্যে নুর ৩ নম্বর আসামি। মামলায় নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়। এজহার অনুযায়ী মামলার আসামিরা হলেন- হাসান আল মামুন, নাজমুল হাসান, নুরুল হক নুর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি।
এরপরের দিন, ২১ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর কোতয়ালী থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে লালবাগ থানায় ধর্ষণ ও ডিজিটাল অ্যাক্টে মামলা দায়ের করেন (নং ৩৪)। লালবাগ থানায় যাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তিনি কোতয়ালী থানাতেও তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করেন। দুই মামলাতেই ভিপি নুর ৩ নম্বর আসামি এবং তার বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়।
লালাবাগ থানায় দায়ের করা মামলায় মূল অভিযুক্ত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন (২৮)। অন্যদিকে কোতয়ালী থানায় দায়ের করা মামলায় মূল অভিযুক্ত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ (২৮)।