Logo
×

Follow Us

বাংলাদেশ

পাবনায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০৯:৫৮

পাবনায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

ছবি: পাবনা প্রতিনিধি

পাবনা জেলার সদর থেকে প্রায় সাড়ে তিন কেজি অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পাবনা র‌্যাব ১২।  

গতকাল শুক্রবার (৯ অক্টোবর) রাতে মো. আশরাফ আলী শেখ (৩৮) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

আশরাফ পাবনা সদর থানাধীন দক্ষিণ রাঘবপুর গ্রামের মৃত জনির শেখের ছেলে। 


এ বিষয়ে পাবনা র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার জানান, তার নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানাধীন আরিফপুর পশ্চিমপাড়া গ্রামে রাতে অভিযান পরিচালনা করে। এ সময় তিন কেজি ৪০০  গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা ও এক হাজার টাকা উদ্ধারসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মামলা রুজু করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫