Logo
×

Follow Us

বাংলাদেশ

খুলনায় ট্রিপল মার্ডার: প্রধান আসামি ৫ দিনের রিমান্ডে

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ১৪:৫০

খুলনায় ট্রিপল মার্ডার: প্রধান আসামি ৫ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামে নির্বিচারে গুলি করে তিনজনকে হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তারা হলেন- বহিস্কৃত আওয়ামী লীগ নেতা শেখ জাকারিয়া, তার ভাই মিল্টন ও আরেক আসামি রাজু।

আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (নম্বর-৩) বিচারক মো. শাহীদুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. এনামুল হক ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন।

এনামুল হক বলেন, গত ১৬ জুলাই নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার পর জাকারিয়া, মিল্টন ও রাজু আত্মগোপন করে। গতকাল শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর এলাকার ১৮ তলা একটি ভবন থেকে তাদের গ্রেফতার করে খুলনা মহানগর ডিবি পুলিশ। 

তিনি আরো বলেন, তাদের হত্যাকাণ্ডের কারণ ও কারা কারা জড়িত ছিল সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত প্রত্যেককে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে।

 এই মামলার এজাহারভুক্ত ২২ জন আসামির মধ্যে এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫