Logo
×

Follow Us

বাংলাদেশ

মোবাইলে কিশোরীর অশ্লীল ভিডিও, যুবকের কারাদণ্ড

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ২৩:৩৫

মোবাইলে কিশোরীর অশ্লীল ভিডিও, যুবকের কারাদণ্ড

নাটোরের গুরুদাসপুরে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি ও ভিডিও ধারণের পর ছড়িয়ে দেয়ার অভিযোগে মো. শাহিন (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার নাজিরপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। শাহিন উপজেলার নাজিরপুর ইউনিয়নের রানীনগর গ্রামের মো. আনছার আলী ছেলে।

জানা গেছে, কয়েক মাস আগে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে অভিযুক্ত শাহিন ভয়ভীতি দেখিয়ে নির্জন স্থানে নিয়ে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে অশ্লীল ছবি তোলে এবং ভিডিও ধারণ করে। অভিযুক্ত শাহিন ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রী নাজিরপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবুল হোসেন মিশু ও ইউপি সদস্য মিজানুর রহমান উজ্জ্বলকে ঘটনা জানান। পরে স্থানীয়দের সাথে নিয়ে তারা শাহিনের ব্যবহৃত মোবাইল ফোন চেক করে পুলিশে খবর দেয়।

পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শনিবার দুপুরে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে গুরুদাসপুর থানার পুলিশ ফোর্সসহ উপজেলার নাজিরপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা মোবাইলে ভুক্তভোগীসহ বেশ কয়েকজন মেয়ের অশ্লীল ছবি, ভিডিও সম্বলিত আপত্তিকর ছবি পাওয়া যায়। শাহিন বিষয়টি স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আদালতটি পরিচালানা করেন গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫