
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার রাত ১২টার দিকে করোনা পজিটিভ রিপোর্ট হাতে পান মন্ত্রী। পরে সকালে তিনি সিএমএইচে ভর্তি হন।
তিনি আরো বলেন, মন্ত্রীর তেমন কোনো শারীরিক সমস্যা নেই। বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার তিনি সিএমএইচে ভর্তি হন। আশু রোগমুক্তির জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এছাড়া পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক বিভাগের সদস্য (সচিব) আবুল কালাম আজাদও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানান শাহেদুর।