Logo
×

Follow Us

বাংলাদেশ

রায়ে সন্তুষ্ট নুসরাতের বাবা ও ভাই

Icon

প্রতিনিধি, ফেনী

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯, ১৩:০৪

রায়ে সন্তুষ্ট নুসরাতের বাবা ও ভাই

নুসরাতের বাবা এ কে এম মুসা ও বড় ভাই মাহমুদুল হাসান নোমান। ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সব আসামিরই মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের বাবা এ কে এম মুসা ও বড় ভাই মাহমুদুল হাসান নোমান। 

তবে পরিবারের সদস্যদের নিরাপত্তা দেয়ার দাবি জানিয়েছেন নুসরাতের বাবা।

তিনি তদন্ত দ্রুত শেষ করায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) বিশেষভাবে ধন্যবাদ জানান।

নুসরাতের বড় ভাই ও মামলার বাদী নোমান বলেন, ‘আমরা ন্যায় বিচার পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। রায় যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।’

এর আগে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ জনের ফাঁসির রায় দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। 

একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও রায়ে চার পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫