Logo
×

Follow Us

বাংলাদেশ

পদ্মা নদীতে বিরল প্রজাতির ঘড়িয়াল কুমির

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ১০:২৬

পদ্মা নদীতে বিরল প্রজাতির ঘড়িয়াল কুমির

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা নদীতে মিলল বিরল প্রজাতির মহাবিপন্ন ঘড়িয়াল কুমির। 

জেলা বন বিভাগ গত বুধবার (২১ অক্টোবর) এটিকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে সংরক্ষণের জন্য ঢাকা বন্য প্রাণী ইউনিটের কাছে হস্তান্তর করে।

এর আগে গত মঙ্গলবার দুপুরে হাবাসপুর এলাকায় মাছশিকারি বাদশা মিয়ার জালে ৪ ফুট ৮ ইঞ্চি দৈর্ঘ্যরে এই মহাবিপন্ন ঘড়িয়াল ধরা পড়ে। খবর পেয়ে পাংশা উপজেলা প্রশাসন এটিকে উদ্ধার করে।

জেলা বন কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ঘড়িয়াল কুমির উদ্ধার করে সংরক্ষণের জন্য ঢাকা বন্য প্রাণী ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা বন্য প্রাণী ইউনিটের পরিদর্শক আবদুল্লাহ আস সাদিক জানান, ঘড়িয়ালটি গাজীপুর সাফারি পার্কে স্বাস্থ্য পরীক্ষা করে রাখা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫