করোনায় মধুখালী উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ০৯:৫৯

মির্জা মনিরুজ্জামান বাচ্চু
করোনাভাইরাসে আক্রান্ত ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু মারা গেছেন।
আজ বুধবার (২৮ অক্টোবর) ভোররাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানায়, গত শনিবার জ্বর, সর্দি ও কাশি নিয়ে তিনি ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন পরিচালিত ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত রবিবার ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। ওই দিন রাতেই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনি ডায়াবেটিস ও কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন।
মধুখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বকু জানান, বাদ আসর মধুখালী ঈদগা ময়দানে তার জানাজা শেষে মধুখালী কবরস্থানে প্রশাসনিক ব্যবস্থাপনায় তার লাশ দাফন করা হবে।
বাচ্চুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেন, সাবেক এমপি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন প্রমুখ।