Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনা আক্রান্ত এমপি জাহিরকে সিএমএইচে স্থানান্তর

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ১৪:১৮

করোনা আক্রান্ত এমপি জাহিরকে সিএমএইচে স্থানান্তর

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত সংসদ সদস্য মো. আবু জাহিরকে হবিগঞ্জ থেকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় সেনাবাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্স।

দুইদিন আগে জাহিরের করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি তার বাড়ি আইসোলেশনে ছিলেন। তার ব্যক্তিগত সহকারী সুদীপ দাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপি আবু জাহিরকে সিএমএইচে নেয়া হয়েছে। ঢাকায় পৌঁছাতে ৪৫ মিনিট সময় লেগেছে।

আবু জাহিরের ছোট ভাই বদরুল আলম বলেন, করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়ি বাড়ি সরকারি ও ব্যক্তিগত সহায়তাও পৌঁছে দিচ্ছিলেন ভাই।

আইনজীবী আবু জাহির হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, লাখাই এলাকা নিয়ে গঠিত হবিগঞ্জ- ৩ জাতীয় সংসদের আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫