Logo
×

Follow Us

বাংলাদেশ

ফেনীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

Icon

ফেনী প্রতিবেদন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ১০:৩৪

ফেনীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

ফেনীর দাগনভূঞা বসুরহাট রোডে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহত ব্যক্তিকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত জাকারিয়া ফুলবাড়ির সোলাইমানের ছেলে এবং আইনুল হক নেত্রকোনার বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দাগনভূঞা বসুরহাট রোডে ঢাকাগামী ড্রিম লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫