Logo
×

Follow Us

বাংলাদেশ

কটিয়াদীতে ট্রিপল মার্ডার: মা-বোন-ভাগ্নে রিমান্ডে

Icon

আকিব হৃদয়

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ১৭:০৪

কটিয়াদীতে ট্রিপল মার্ডার: মা-বোন-ভাগ্নে রিমান্ডে

কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রিপল মার্ডারের ঘটনায় গ্রেফতার হওয়া বাকী তিন আসামিকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রবিবার (১ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুন নূর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কটিয়াদী মডেল থানার পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তারা হলেন- নিহত আসাদের মা কেওয়া খাতুন (৬৫), আসাদের বোন নাজমা আক্তার (৪২) ও ভাগ্নে আল আমিন (৩৫)।

শনিবার বিকালে ট্রিপল মার্ডারের ঘটনার প্রধান আসামি দ্বীন ইসলাম (৪০) আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। এর আগে শুক্রবার পুলিশের কাছেও স্বীকারোক্তি দেন দ্বীন ইসলাম।

উল্লেখ্য, বৃহস্পতিবার মো. আসাদ মিয়া (৫৫), তার স্ত্রী পারভিন (৪৫) ও শিশু সন্তান লিয়নকে (১১) নৃশংসভাবে হত্যা করে বাড়ির পেছনে একটি গর্তে মাটি চাপা দেয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে একই গর্ত থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫