Logo
×

Follow Us

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলবার-গুলিসহ আটক ২

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ১৪:৪০

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলবার-গুলিসহ আটক ২

ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেন।

এর আগে গতকাল সোমবার (২ নভেম্বর) রাতে পৌর শহরের ফুলবাড়িয়া স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- শহরের মৌড়াইল এলাকার জুয়েল (৩২) ও সরাইল উপজেলার হালুয়াপাড়ার সোহাগ (২৯)।

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ যোবায়ের আহম্মেদ ও স্কোয়াড কমান্ডার এএসপি বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের দুইজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে দুটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫