Logo
×

Follow Us

বাংলাদেশ

রায়হান হত্যা: তদন্ত কর্মকর্তা পরিবর্তন

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ২৩:১৬

রায়হান হত্যা: তদন্ত কর্মকর্তা পরিবর্তন

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মুহিদুল ইসলাম করোনা আক্রান্ত হওয়ায় মামলার তদন্তের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পরিদর্শক আওলাদ হোসেনকে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পিবিআই সিলেটের পুলিশ সুপার খুলেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রায়হান হত্যা মামলার আগের তদন্ত কর্মকর্তা পিবিআইর ইন্সপেক্টর মুহিদুল ইসলাম করোনা আক্রান্ত হওয়ায় আওলাদ হোসেনকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। মুহিদুল ইসলাম সুস্থ হওয়ার পর পুনরায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫