Logo
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

Icon

 লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ২০:০০

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাওলানা জাফর আহম্মেদ নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আলাউদ্দিন নামে সিএনজির এক যাত্রী আহত হয়। নিহত মাওলানা জাফর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের মৌলভী বাড়ীর বাসিন্দা ও ওই ইউনিয়নের রশিদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, দুপুরে মাওলানা জাফর মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর থেকে মাদ্রাসা যাওয়ার পথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী সিএনজির সাথে ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটর সাইকেল আরোহী জাফর ও সিএনজি যাত্রী আলাউদ্দিন আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়। পরে গুরুতর আহত জাফরের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানায়, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫