রোহিঙ্গা শিবিরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২০, ২১:৫৩

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গা তুহুর আলমের কিশোরী কন্যা ইয়াছমিন আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। নিহত মেয়ের বাবা সৎ মায়ের বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ। তিনি বলেন, কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প থেকে এক কিশোরীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। পরে বিকালে পুলিশ গিয়ে রোহিঙ্গা কিশোরীর লাশ উদ্ধার করে। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।