Logo
×

Follow Us

বাংলাদেশ

নতুন মার্কিন প্রশাসনের কাছে খুনি রাশেদকে ফেরত চায় বাংলাদেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ১৮:৩৮

নতুন মার্কিন প্রশাসনের কাছে খুনি রাশেদকে ফেরত চায় বাংলাদেশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে। 

যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন কোনো খুনিকে আশ্রয় দেবে না বলে প্রত্যাশা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

রবিবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট আসায় বাংলাদেশ সম্পর্কে কোনো পরিবর্তন হবে না। আমরা আশা করি, বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী মার্কিন প্রশাসন কাজ করবে। আমাদের প্রত্যাশা কোনো খুনিকে মার্কিন নতুন প্রশাসন আাশ্রয় দেবে না, বঙ্গবন্ধুর খুনিদের হস্তান্তর করবে। 

মিয়ানমারের নির্বাচনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারের নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকধারা অব্যাহত থাকবে। যেই ক্ষমতায় আসবে, রোহিঙ্গা সংকট সমাধানে তারা ব্যবস্থা নেবে বলে আশা করছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫