Logo
×

Follow Us

বাংলাদেশ

বিলুপ্তির পথে ধামের গান

Icon

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯, ১৬:৪০

বিলুপ্তির পথে ধামের গান

বিলুপ্তির পথে ধামের গান।

দেশের উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে ধামের গান। এখানকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিনোদনের জন্য নিজস্ব উদ্যোগে ব্রিটিশ আমল থেকে আয়োজন করত যাত্রাপালা, জারি গান ও লক্ষ্মীর ধামের আসরের। কিন্তু কালের পরিবর্তনের সঙ্গে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে ধামের গানসহ এসব উৎসব। 

এখনো গ্রামাঞ্চলের প্রবীণ মানুষরা শুধু বছরে দুই-একবারের  অপেক্ষায় থাকে ধামের গানের জন্য। ভিলেনের অট্ট হাসির চিৎকার, নায়কের সংলাপ, নায়কের মুচকি হাসি আর জোকারের উন্মাদনায় উন্মুখ হয়ে থাকে প্রবীণ এই মানুষগুলো। এ প্রজন্মের কিছু ছেলে-মেয়েও এ গানের প্রতি দুর্বলতা আছে।

সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের কয়েকজন তরুণ জানান, প্রবীণ অনেকেই বিনোদনের জন্য ধামের গানের অপেক্ষায় থাকেন। আমরা স্থানীয়ভাবে চাঁদা তুলে বছরে একবার ধামের গানের আয়োজন করে থাকি। কিন্তু এসব আয়োজন ব্যয়বহুল হওয়ায় দিনে দিনে হারিয়ে যাওয়ার পথে এ গ্রামীণ সংস্কৃতি। আগে এ অঞ্চলে অনেক ধামের গানের আয়োজন করা হতো। সরকারিভাবে অনুদান পেলে আমরা আরও সুন্দর করে এই আয়োজন করতে পারব।

নাম প্রকাশে অনিচ্ছুক ধামের গানের এক শিল্পী জানান, যারা আয়োজক তারা কোনোরকম এসব আয়োজন করে থাকেন। আমরা তেমন পারিশ্রমিক পাই না। শুধু শিল্পকে ভালোবাসি বলেই নিজস্ব খরচে মাঝে মাঝে এসব আসরে আসি। আমাদের অনেক সঙ্গীই অর্থের অভাবে এসব কাজ ছেড়ে দিয়েছেন। 

ধামের গানের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কুলুরাম রায় বলেন, লক্ষ্মীর ধাম গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী উৎসব। দিনে দিনে শুধু অর্থের অভাবে এসব ধাম বিলুপ্ত হয়ে যাচ্ছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫