কিশোরগঞ্জে বিজয় হত্যায় পৌর কাউন্সিলরসহ আটক ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ১২:৩৩

পৌর কাউন্সিলর ইয়াকুব সুমন। ছবি: কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ শহরে চাঞ্চল্যকর বিজয় হত্যায় জড়িত সন্দেহে পুলিশ ৬নং ওয়ার্ড কাউন্সিলর ইয়াকুব সুমনসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারের বিরোধের জেরে সোমবার বিকালে শহরের নগুয়া প্রথম মোড় এলাকায় প্রকাশ্যে ফারহান মাসুদ বিজয়কে ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাত গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন।
একইদিন সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পৌর কাউন্সিলর ইয়াকুব সুমনসহ তিনজনকে আটক করা হয়েছে।