গ্যাসলাইনে লিকেজ, ইন্দিরা রোডে ম্যানহোলে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ২৩:২০

রাজধানীর ইন্দিরা রোডে তিতাস গ্যাসের পাইপলাইনের ছিদ্র থেকে গ্যাস বেরিয়ে বিস্ফোরণে ম্যানহোলের ঢাকনা উড়ে গেছে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর নির্বাহী প্রকৌশলী ফারুক আল মাসুদ।
তিনি গণমাধ্যমকে জানান, ইন্দিরা রোডের ৭০/১, ৭৫/এফ, ৭৫/বি ও ৭০/এ নম্বর বাড়ির সামনে এই বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে সিটি করপোরেশনের পানি নিষ্কাশন লাইনের তিনটি পিট ও তিনটি ক্যাচপিট এবং ঢাকা ওয়াসার স্যুয়ারেজ লাইনের তিনটি ম্যানহোলের ঢাকনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াসা ও সিটি করপোরেশনের লাইন দুটি পাশাপাশি ছিল।
তিতাস গ্যাসের অভিযোগ কেন্দ্রের কর্মকর্তা আলতাফ হোসেন জানান, বিস্ফোরণের পরপরই তিতাসের কর্মীরা গিয়ে গ্যাসলাইনের ‘লিকেজ’ মেরামত করে এসেছেন।
২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান বলেন, ইন্দিরা রোডের স্পটে প্রায়ই লাইন ফুটো হয়ে গ্যাস বের হয়। প্রায়ই গন্ধ ছড়ায়। এলাকাবাসী এ নিয়ে অভিযোগও করেন।
তিনি বলেন, ওয়াসা ও তিতাসকে এটি ঠিক করতে বারবার চিঠি দিয়েও কোনো লাভ হয়নি। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে আমরা একটি চিঠি দিয়েছি। আজকের ঘটনার সময় ওই রাস্তায় লোকজন কম ছিল। অবস্থা এমন যেকোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে।