কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট

সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ১২:৩৪
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ ফায়ার সাব স্টেশনে আগুন লেগেছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো সিলেট।
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
সিলেট ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক দীন মনি সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এখানে আট থেকে ১০টি ট্রান্সফার্মার রয়েছে। ট্রান্সফার্মারের পাশাপাশি অনেক কিছুই পুড়ে গেছে। এটি ৩৩ কেভির বিদ্যুৎ কেন্দ্র। আগুনে বিভিন্ন যন্ত্রাংশ বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।