Logo
×

Follow Us

বাংলাদেশ

কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ১৩:৫৯

কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

সিলেটে কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে দুই ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগে। 

অগ্নিকাণ্ডের কারণে পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। সিলেট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত আলী এ তথ্য জানিয়েছেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানান, বর্তমানে মেশিন ঠান্ডা করার চেষ্টা চালাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা। আগুনে দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫