রাজবাড়ীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ১৯:৪৩

রাজবাড়ীতে জেলাভিত্তিক ৭ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন।
রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এ সময় ক্যাম্পে অংশ নেন ৪০ জন প্রশিক্ষণার্থী।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌস আক্তার বন্যা, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে ইভ-টিজিং আর নারী নির্যাতন, র্যাগিংয়ের হার বেড়েছে। ফলে আত্মরক্ষার জন্য কারাতে প্রশিক্ষণ নিতে হবে ছেলে-মেয়েদের। এর পাশাপাশি শারীরিকভাবেও একজন লোক সুস্থ থাকতে পারে কারাতে প্রশিক্ষণ নিলে। আমরা এখন রাজবাড়ীতে সীমিতভাবে কারাতের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।
করোনার পরে প্রতিটা স্কুলের ছাত্রছাত্রীদের এই প্রশিক্ষণ দেয়া হবে জানিয়ে বক্তারা আরো বলেন, কারাতে প্রতিযোগিতায় দেশের বাইরে থেকেও অনেক পুরস্কার পেয়েছে আমাদের দেশের ছেলে-মেয়েরা। যারা প্রশিক্ষণ নিয়ে ভালো করবে, ভবিষ্যতে তাদের আমরা সব ধরনের সহযোগিতা করব।
বক্তব্য শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে কারাতে পোশাক বিতরণ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।