Logo
×

Follow Us

বাংলাদেশ

শেখ হাসিনাকে নিয়ে গ্যালারি কসমসের আর্ট ক্যাম্প

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ১২:৫৬

শেখ হাসিনাকে নিয়ে গ্যালারি কসমসের আর্ট ক্যাম্প

কসমস ফাউন্ডেশনের সহায়তায় কসমস আতেলিয়ার৭১-এর সাথে যৌথভাবে গ্যালারি কসমস আয়োজন করছে ‘শেখ হাসিনা: অন দ্য রাইট সাইড অব হিস্ট্রি’ শীর্ষক আর্ট ক্যাম্প।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে দেশের ২১ শীর্ষস্থানীয় ও প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পী অংশ নিচ্ছেন। রাজধানীর মালিবাগের কসমস সেন্টারে আর্ট ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে।

অংশ গ্রহণকারী চিত্রশিল্পীরা হলেন- প্রখ্যাত শিল্পী অলকেশ ঘোষ, জামাল আহমেদ, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল, নাসির আলী মামুন, বিশ্বজিৎ গোস্বামী, রত্নেশ্বর শুত্রধর, রাসেল কান্তি, মনজুর রশিদ, সৌরভ চৌধুরী, মানিক বনিক, জয়ন্ত সরকার, আজমল হোসেন, ফিদা হোসেন, অমিত নন্দী, দিদারুল লিমন, তামান্না আফরোজ, ফাহিম চৌধুরী, মিসকাতুল আবির, প্রসূন হালদার ও সুরভী শ্রুতি।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫