Logo
×

Follow Us

বাংলাদেশ

হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ২০:১০

হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে তিনদিন না পেরতেই আবার ইটভাটার ইট বোঝাই লাটাহাম্বারের ধাক্কায়এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নারায়নকান্দী গ্রামে বালু সম্রাট আক্তারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর। মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান (৫০) পৌরসভার ৪নং ওয়ার্ড চিথলীয়াপাড়ার মৃত দেলশাদ লষ্করের ছেলে। সে পৌরসভার নৈশপ্রহরী হিসাবে চাকুরীরত ছিলো।

মৃত খলিলের সাথে থাকা আহত পৌর কর্মচারী হাবিবুর রহমামান জানান, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের সময় পৌর নৈশপ্রহরী খলিলুর রহমান মটরসাইকেলের কাগজপত্র আনার জন্য আলমডাঙ্গা সো-রুমে যাওয়ার পথে নারায়নকান্দী গ্রামে বালু আক্তারের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেক ইটবোঝাই ঘাষবিলা গ্রামের ভিভিবি ভাটার লাটাহাম্বার ধাক্কা দিলে তারা আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধারকরে হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খলিলুর রহমানের অবস্থার অবনতী হলে কর্তব্যরত ডাক্তার তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে হরিণাকুন্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, উপজেলার নারায়নকান্দী বাজারের নিকটবর্তী স্থানে লাটাহাম্বা ও মোটরসাইকেল দুর্ঘটনায় পৌরসভার নৈশপ্রহরী খলিলুর রহমান আহত হয় পরে কুষ্টিয়া নেয়ার পথে তার মৃত্যু হয়।

রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫