Logo
×

Follow Us

বাংলাদেশ

ঘন কুয়াশায় পদ্মা-মেঘনার ২ নৌরুটে ফেরি বন্ধ

৬ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০৯:৩০

ঘন কুয়াশায় পদ্মা-মেঘনার ২ নৌরুটে ফেরি বন্ধ

ঘন কুয়াশার কারণে পদ্মা ও মেঘনা নদীর দৌলতদিয়া-পাটুরিয়া ও চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

তবে প্রায় সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর আজ বুধবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  

ফেরি চলাচল বন্ধ থাকায় দীর্ঘ সময় নদীপাড়ে আটকে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের তীব্র শীতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

ঘন কুয়াশার কারণে গতকাল মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে দৌলতদিয়া প্রান্তে প্রায় ৬ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ও গোয়ালন্দ মোড়ের সড়কে সিরিয়ালে আটকা পড়েছে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাকসহ কয়েকশ যানবাহন। সিরিয়ালে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

চাঁদপুর-শরীয়তপুর নৌরুটেও ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এতে নদী পারের অপেক্ষায় পাড়ে আটকা পড়েছে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাকসহ কয়েকশ যানবাহন। চরম ভোগান্তিতে পড়েছেন এসব যানবাহনের চালক ও যাত্রীরা।

গতকাল রাত ১০টার দিকে মেঘনা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এর আগে সোমবার (৭ ডিসেম্বর) রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছিল ঘাট কর্তৃপক্ষ। যদিও পরে মঙ্গলবার বেলা ১১টায় আবারো ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিনা ঘাটের ম্যানেজার ফয়সাল আহমেদ জানান, নদীতে কুয়াশার ঘনত্ব আবারো বেড়ে যাওয়ায় রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

এদিকে ঘন কুয়াশার কারণে দিনগত রাত পৌনে ১১টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথেও ফেরি চলাচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানায়, রাত সাড়ে ১০টার পরে কুয়াশার মাত্রা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতিগুলো ঝাপসা হয় আসে। ফলে নৌপথে দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। ফলে পৌনে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া বাংলাবাজার থেকে একটি রোরো ফেরি শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেলে কুয়াশার কারণে মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়।

পরে আজ ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশা কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু করে। মাঝ পদ্মায় নোঙর করে রাখা ফেরিও গন্তব্যে পৌঁছায়।  

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫