Logo
×

Follow Us

বাংলাদেশ

নওগাঁয় গো-খাদ্যের তীব্র সংকট

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ২২:০৭

নওগাঁয় গো-খাদ্যের তীব্র সংকট

চলতি বছরে পর পর দুই-দুইবার ভয়াবহ বন্যায় আত্রাই উপজেলার কোন মাঠে আমন ধান না হওয়ার কারণে গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার বিভিন্ন অঞ্চল থেকে উচ্চমূল্য দিয়ে খড় কিনে গো-খাদ্যের চাহিদা পূরণ করতে হচ্ছে। এতে করে হাজার হাজার গো-খামারী ও কৃষক হিমশিম খাচ্ছে। আবার অনেকে গো-খাদ্য সংকটের কারণে গরু, মহিষ ও ছাগল স্বল্প মূল্যে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।

জানা যায়, চলতি বছরে পর পর দুই-দুইবার ভয়াবহ বন্যায় আত্রাইয়ের কোন মাঠে আমন ধানের চাষ হয়নি। অন্যবার উপজেলার আটটি ইউনিয়নের প্রায় সাত হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হতো। এর মধ্যে মনিয়ারী, ভোঁপাড়া, সাহাগোলা ইউনিয়নে সর্বাধিক পরিমাণ জমিতে আমন ধানের চায় করা হয়। আর এসব ধানের খড় এলাকার গো-খাদ্যের চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায় এ খড়গুলো বিক্রি করা হতো। কিন্তু এবারের ভয়াবহ বন্যায় আমন ধানের চাষ না হওয়ায় গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে জেলার যেসব থানায় আমন ধানের চাষ হয়েছে ওই সব এলাকা থেকে উচ্চমূল্য দিয়ে খড় কিনতে হচ্ছে কৃষক ও গো-খামারীদের। প্রতিদিন সেই কাকডাকা ভোরেই ভ্যানযোগে গো-খাদ্য নিয়ে হাজির হচ্ছে উপজেলার সদরের সাহেবগঞ্জ ব্রিজে। আর আসা মুহূর্তেই এ গো-খাদ্য খড়গুলো বিক্রি হয়ে যায় খামারী ও কৃষকদের কাছে।

ভ্যানযোগে আত্রাইয়ে খড় বিক্রি করতে আসা রানীনগরের রাতোয়াল গ্রামের আনোয়ার হোসেনও টংশিয়ালা আব্দুল জলিল বলেন, আত্রাইয়ে গো-খাদ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এ জন্য আমরা প্রতিদিন সকালে খড় বোঝাই ভ্যান নিয়ে এখানে আসি। রানীনগরে আমন ধানের চাষ হওয়ায় সেখানে পর্যাপ্ত পরিমাণ খড় পাওয়া যাচ্ছে। আমরা ওই সব এলাকার কৃষকদের কাছ থেকে খড় কিনে এখানে নিয়ে আসি। প্রতি ভ্যান খড় ২০০০ হাজার থেকে ২২০০টাকায় বিক্রি হয়।

উপজেলা সাহেবগঞ্জ গ্রামের বিশু দেওয়ান বলেন, আমন ধানের খড়ের উপর ভরসা করে আমরা ইরি-বোরো ধানের খড় ওই সময় বিক্রি করে দিয়েছি। কিন্তু আমাদের সকল ভরসা ম্লান হয়ে গেছে। এবারে দুই-দুইবারের ভয়াবহ বন্যায়। না পেলাম ধান, না পেলাম খড়।

জাম গ্রামের কৃষক সিরাজ বলেন, যে খড় আগে কিনতাম বা ক্রয় করতাম ৫০০ টাকা সেই খড় এবার কিনতে হচ্ছে ২৫০০ টাকায়।

সাহেব গঞ্জ গ্রামের খামারী মোফাজ্জল হোসেন বলেন, আমার খামারে ১২/১৩ টি গরু ছিলো গো খাদ্যের অভাবে ৭টি গরু খুব কম দামে বিক্রয় করতে বাধ্য হয়েছি। বর্তমানে ৫টি গাভী ৩টি বাছুর আছে আমার খামারে গো-খাদ্যের অভাবে এবং অধিক মূল্যে খড় কিনে গরু পালন সম্ভব নয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫