Logo
×

Follow Us

বাংলাদেশ

সিনিয়র সচিব হলেন মাকছুদুর রহমান পাটওয়ারী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ১৮:৩৫

সিনিয়র সচিব হলেন মাকছুদুর রহমান পাটওয়ারী

ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারীকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) তাকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করে।

এর আগে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৯ সালের ২৬ মে ভূমি সচিব হিসেবে নিয়োগ পান মাকছুদুর রহমান।

১৯৮৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা ২০১৮ সালের ৩০ অক্টোবর ভারপ্রাপ্ত সচিব হিসেবে ভূমি মন্ত্রণালয়ের যোগদান করেন।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব, জাতীয় জাদুঘরের মহাপরিচালক, টাঙ্গাইলের জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন পাটওয়ারী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫