বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ১২:১৭

ছবি: লক্ষ্মীপুর প্রতিনিধি
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা।
আজ শনিবার (১২ ডিসেম্বর) সকালে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার ব্যানারে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এতে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সাধারণ সম্পাদক অহিদুর রহমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবদুর রব, সহ-সভাপতি মামুনুর রহমান, চন্দ্রগঞ্জ থানা সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য হারুন।
এসময় মুক্তিযোদ্ধার সন্তানরা বলেন, স্বাধীনতাবিরোধী মৌলবাদী চক্র কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে। এরা দেশের শত্রু, জাতির শত্রু। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের মাধ্যমে তারা আবারো প্রমাণ করেছে এ মৌলবাদী গোষ্ঠী স্বাধীনতাবিরোধী।
এসময় বক্তারা ভাস্কর্য ভাংচুরকারীদের পাকিস্তানের প্রেতাত্মা দাবি করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।