পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ১৪:৫০
ছবি: কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদরের খুরুশকুলে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপা পড়ে রাহমত উল্লাহ (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১২ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। রাহমত উল্লাহ তেতৈয়া দক্ষিণ পাড়ার আলতাজের পুত্র।
স্থানীয়দের বরাত দিয়ে খুরুশকুল ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দীন জানান, খুরুশকুলের তেতৈয়া দক্ষিণ পাড়ার বেলালের পয়েন্টে পাহাড় কেটে মাটি পাচার করতে গিয়ে পাহাড় ধরে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রশাসনিক বাধা থাকায় পাহাড়খেকোরা রাতের আঁধারেই পাহাড় কাটছে।