Logo
×

Follow Us

বাংলাদেশ

আলজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত জুলকার নাইন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০, ১১:৪২

আলজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত জুলকার নাইন

আলজেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে জুলকার নাইনকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রনালয়।

আজ  শুক্রবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জুলকার নাইন বর্তমানে লন্ডনের বাংলাদেশ মিশনের ডেপুটি হাইকমিশনার হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি পররাষ্ট্র সার্ভিসের ১৭তম ব্যাচের কর্মকর্তা। জুলকার নাইন আলজেরিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হাইয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন।

জুলকার নাইন ক্যারিয়ারে ওয়াশিংটন, সিউল ও বার্মিংহামের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন তিনি।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫