Logo
×

Follow Us

বাংলাদেশ

আরো ১৯ জেলায় করোনার অ্যান্টিজেন টেস্ট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০, ১৮:০৬

আরো ১৯ জেলায় করোনার অ্যান্টিজেন টেস্ট

গত ৫ ডিসেম্বর দেশের ১০ জেলায় করোনা শনাক্তে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করে সরকার। আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) আরো ১৯ জেলার ২০টি ল্যাবরেটরিতে অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অ্যান্টিজেন টেস্ট শুরু হওয়া নতুন ১৯ জেলা হলো:

ঢাকা বিভাগে শরীয়তপুর জেলা হাসপাতাল, রাজবাড়ী জেলা হাসপাতাল, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

চট্টগ্রাম বিভাগে রয়েছে বান্দরবান জেলা হাসপাতাল। ময়মনসিংহ বিভাগে নেত্রকোণা জেলা হাসপাতাল। রাজশাহী বিভাগে পাবনা জেলা হাসপাতাল, নাটোর জেলা হাসপাতাল ও নওগাঁ জেলা হাসপাতাল।

রংপুর বিভাগে রয়েছে কুড়িগ্রাম জেলা হাসপাতাল, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল, লালমনিরহাট জেলা হাসপাতাল, নীলফামারী জেলা হাসপাতাল। সিলেট বিভাগে রয়েছে হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভিবাজার জেলা হাসপাতাল।

খুলনা বিভাগে রয়েছে মাগুরা জেলা হাসপাতাল এবং বরিশাল বিভাগে রয়েছে পিরোজপুর ও ঝালকাঠি জেলা হাসপাতাল।

এর আগে গত ৫ ডিসেম্বর পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, পটুয়াখালী, মেহেরপুর, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, যশোর ও মাদারীপুর সদর হাসপাতাল এবং সিলেটের শহীদ শামসুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে অ্যান্টিজেন টেস্ট শুরু হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫